নতুন প্রজন্মের ফোন হিসেবে ব্যবহারকারীদের আকৃষ্ট করছে ফোল্ডিং তথা ভাঁজযোগ্য ফোন। ফোল্ডিং ফোন হয়ে উঠেছে ফ্যাশন এবং আভিজাত্যের প্রতীক। নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক আকৃষ্টে স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ডগুলো এরই মধ্যে ফোল্ডিং ফোন বাজারে এনেছে। এই তালিকায় রয়েছে স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা, অপো, শাওমির মতো স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান।