Apan Desh | আপন দেশ

২৫০ বছরের পাখির হাট বন্ধ করে দিল মুক্তির বন্ধন ফাউন্ডেশন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১৭:১৬, ১১ জুলাই ২০২২

২৫০ বছরের পাখির হাট বন্ধ করে দিল মুক্তির বন্ধন ফাউন্ডেশন

ছবি: আপন দেশ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী ইউনিয়নের খলবলা বাজারস্থ শিবমন্দির প্রাঙ্গণে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা পালিত হয়ে আসছে ২৫০ বছর ধরে। এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর দেশীয় পাখির বিরাট হাট বসে। 

এবার রথযাত্রার দিনে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী মন্দির কমিটি এবং স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ২৫০ বছরের পাখির হাট বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে পাখি ক্রেতা-বিক্রেতাকে  বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়। 

সে অনুযায়ী শনিবার উল্টো রথযাত্রায় সংগঠনের স্বেচ্ছাসেবী দল সকাল থেকেই অবস্থান নেয় খলবলা বাজারস্থ শিবমন্দির প্রাঙ্গণে। সেখানে শতাধিক দেশীয় শালিক, টিয়া, দোয়েল, কালিম, ঘুঘু পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।

এ সময় পাখি বিক্রেতারা অঙ্গীকার করেন, তারা আর কখনোই এমন অপরাধ করবেন না।

এভাবেই ২৫০ বছর ধরে চলে আসা দেশীয় পাখির হাট বন্ধ করা হলো চিরতরে। এতে মন্দির কমিটি এবং স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতা করে।

আপন দেশ ডটকম / আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়