Apan Desh | আপন দেশ

লন্ডনে পায়ে হেঁটে বন্যার্তদের জন্য ২৫ লাখ টাকা সংগ্রহ

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৫ জুলাই ২০২২

লন্ডনে পায়ে হেঁটে বন্যার্তদের জন্য ২৫ লাখ টাকা সংগ্রহ

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের লুটন শহরের শহিদ মিনার থেকে লন্ডনের আলতাব পার্কের শহিদ মিনারে পৌঁছে ৩৭ মাইল হেঁটে বন্যার্তদের জন্য প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করেছেন একদল উদ্দমী মানবিক যুবক। 

বাংলাদেশের সিলেটের সাম্প্রতিক বন্যাদুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করতে ইংল্যান্ডের লুটন শহর থেকে সকালে শুরু করে পায়ে হেঁটে বিকেলে পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে এসে পৌঁছেন একদল ব্রিটিশ বাঙালি বাংলাদেশি যুবক।

৩ জুলাই রোববার ইংল্যান্ডে পায়ে হেঁটে ফান্ড রেইজিং এ তাদের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ বাঙালি বাংলাদেশি যুবক ডা. মন্জুর আহমেদ। এই ফান্ড রেইজিংয়ে প্রায় ২১ হাজার পাউন্ড, বাংলাদেশের টাকায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। ৫০ লাখ টাকা অনুদান সংগ্রহ করে অসহায় বন্যা দুর্গতদের সাহায্য করা বলে জানিয়েছেন দলনেতা ডা. মনজুর।

এ দলে আরও ছিলেন- কামাল, শাহেদ, মোস্তাক, শামীম, খুদেল, সুজেল, মুগসী, নাহিম, রানা, মিতু, জিমি , গিয়াস, আজিজ, রিজওয়ান, নাবিল, আমিনুর, আবদাল ও মুহিবুর প্রমুখ।

উল্লেখ্য, সংগৃহীত অনুদানের তহবিলগুলো সিলেট, সুনামগন্জ ও আশপাশে যেখানে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে স্থানীয় দাতব্য সংস্থাগুলোর সহযোগিতায় স্বচ্ছভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়